২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

মাগুরার পঞ্চপল্লী মহাশ্মশান কালী মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে ৬ দিনব্যাপী নানা অনুষ্ঠান

মাগুরা প্রতিনিধি
মাগুরার পঞ্চপল্লী মহাশ্মশান কালী মন্দির চত্বরে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ৬ দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান মালা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
এ উপলক্ষে শনিবারের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক রুবায়েত হোসেন খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি মুন্সি সোহেল প্রমুখ।

পঞ্চপল্লী মহাশ্মশান পরিচালনা কমিটি আয়োজিত ৬ দিনব্যাপী বৃহৎ এ অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করছেন পরিচালনা কমিটির সভাপতি রথীন্দ্রনাথ রায়। শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শাহানাজ বেলীর পরিচালনায় কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীবৃন্দ ও স্থানীয় শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।

               

সর্বশেষ নিউজ