২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাজিরায় নতুন আহবায়ক কমিটির পস্তুতি সভা

সজীব সিকদার:৭ -নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শরীয়তপুর জেলার জারিরা উপজেলার বি এনপির নতুন আহবায়ক কমিটির উদ্যোগে পস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কাজিরহাট নতুন বাসএস্টান বি এনপির পাটি অফিসে আয়জিত পস্তুতি সভায় উপজেলা বি এনপির আহবায়ক বজলুর রশিদ শিকদার এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সচিব টিটু আকন এর পরিচালনায়।

পস্তুতি সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার আহবায়ক কমিটির যুগ্ম আহবায় সুরুজ মাদবর,যুগ্ন আহবায়ক,মোকলেছুর রহমান মোল্লা,সিকদার মোঃ সাহিন,আলি আহমেদ মিয়া,রুবেল আকন,আহবায়ক কমিটির সদস্য স্বপন মুন্সী,আবদুর রব মোল্লা,রফিক ফরাজি,মোহাম্দ আলি সারেং-পৌসভা বি এনপির আহবায়ক নজরুল কাজি,সদসয় সচিব কে এম কামরুজ্জামান মিলন,পৌর বি এনপির যুগ্ম আহবায় জসিম বয়াতী,নরুজ্জাম সরদার,জাজিরা উপজেলা যুবদলের সহ সভাপতি রুবেল শেখ,জাজিরা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রিপন। সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

               

সর্বশেষ নিউজ