২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফারুক হোসেন ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে রুহিয়া থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে ঐতিহাসিক ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, রুহিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক রশিদুল হক, ২নং আখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে ফজল, ১৪নং রাজাগাও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক হাসান, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক, রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক নুর আলম, রুহিয়া থানা সেচ্ছাসেবকদলের সভাপতি বেলাল হোসেন, থানা ছাত্রদলের সভাপতি দেলু, বিএনপি, কৃষকদল, যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম।

               

সর্বশেষ নিউজ