২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শরীয়তপুরের তারেক রহমান ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা আনন্দ মিছিল

সজীব সিকদার: তারেক রহমান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলায় নতুন কমিটি ঘোষণা করায় – কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মাসুদ আলম কে অভিনন্দন জানিয়ে-শরীয়তপুর জেলার নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করেছেন শরীয়তপুর তারেক রহমান ঐক্য পরিষদ।

সকালে চৌরঙ্গী মেইন সড়কে একটি আনন্দ মিছিল বের করে – জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন তারেক রহমান ঐক্য পরিষদ।

পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন জেলা বি এনপির নেতা ও সাবেক কমিশনার– খলিল খান,শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী,তারেক রহমান ঐক্য পরিষদের শরীয়তপুর জেলার নতুন কমিটির সভাপতি মোঃ হুমায়ুন সরদার,সাধারণ সম্পাদক শাহিন চোকদার,সহ সভাপতি হান্নান খান,সহ-সভাপতি মোশারফ হাওলাদার ,সহ-সভাপতি মোঃ সিদ্দিক খান,জিসান খান,আফজাল খান,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন খান,কামাল শেখ,নিজাম সরদার,সাংগঠনিক সম্পাদক রিয়ন সিকদার,রফিক বেপারী,মজিবুর বেপারী,হেলাল ফকির,শহিদুল সরদার -সহ নতুন কমিটির নেতাকর্মীরা।

               

সর্বশেষ নিউজ