২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শ্রীনগরে কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

মোহন মোড়ল, শ্রীনগর( মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের পরিচালনায় উপজেলার অর্ধশতাধিক কৃষক এই প্রশিক্ষণে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসার অফিসারসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার গণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় কৃষক পর্যায়ে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণের অয়োজন করে শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।

               

সর্বশেষ নিউজ