২৭, এপ্রিল, ২০২৪, শনিবার
     

ঐতিহাসিক স্থাপনাগুলো হোটেলে রূপান্তর করবে সৌদি!

সৌদি আরবে সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নিচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

শুধুমাত্র তেল রপ্তানির ওপর থেকে নির্ভরশীলতা কমানোর জন্য চেস্টা চালাচ্ছেন সালমান।তিনি চান বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সৌদিতে আসুক। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় হবে।

আর এ পরিকল্পনার অংশ হিসেবে এবার দেশটির কিছু ঐতিহাসিক প্রাসাদকে বুটিক হোটেলে রূপান্তরিত করতে উদ্যোগ নিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান।

সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড জানিয়েছে, বুটিক গ্রুপ ঐতিহাসিক প্রাসাদগুলোকে হোটেলে রূপান্তর করবে।

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল রুমায়ন এ ব্যপারে জানান, ক্রাউন প্রিন্সের গঠিত বুটিক গ্রুপ সৌদি আরবের বিশেষ স্থাপনাগুলো খুঁজে বের করে সেগুলো উন্নত করার কাজ করবে।

তিনি আরো জানান, এই স্থাপনাগুলো দেশটির অর্থনৈতিক উন্নতি ও তেল রপ্তানির বাইরে জিডিপি বাড়াতে সহায়তা করবে।
সৌদি আরব ভিশন ২০৩০ নিয়ে আগাচ্ছে। এই ভিশনের লক্ষ্যই হলো তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে পর্যটন খাত থেকে আয় করা।

সূত্র: আল আরাবিয়া

               

সর্বশেষ নিউজ