২৬, এপ্রিল, ২০২৪, শুক্রবার
     

‘কোনো দলের কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না’

কোনো দলের কোনো কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি করেন।

অনুষ্ঠানে দেশের ১৫টি বেসরকারি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান দেওয়া হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন ফের উত্তপ্ত হলো কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা একটি স্বাধীন দেশ। এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনীতির অঙ্গন সবসময়ই উন্মুক্ত।কিন্তু যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, ভাঙচুর করে, জনগণের বিপক্ষে গিয়ে দাঁড়ায়, মানে যান চলাচল বন্ধ করে কিংবা মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা করেন, মালপত্র বা জানমালকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেন, তখনই আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে হস্তক্ষেপ করে।’

ছাত্রদলের ওপর ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে বিএনপি মহাসচিব যে অভিযোগ তুলেছেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো হলো রাজনৈতিক কৌশল।’

মন্ত্রী বলেন, ‘অনেকেই অনেকভাবে এ ধরনের প্রচারণা করেন। আমি বলব, প্রচারণার জন্যই তারা এগুলো বলে থাকেন। এগুলোর মধ্যে সত্যতা নেই।’

               

সর্বশেষ নিউজ