২৬, এপ্রিল, ২০২৪, শুক্রবার
     

গুদামে মিলল ১ লাখ ৬৭ হাজার লিটার তেল

খুলনায় এক লাখ ৬৭ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুদ রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে র‌্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, খুলনার বড়বাজার এলাকার সিটি ব্যাংক গলিতে দুটি প্রতিষ্ঠানে এক লাখ ৬৭ হাজার লিটার সয়াবিন ও পাম অয়েল অতিরিক্ত মজুত করে রাখা হয়। পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুটি প্রতিষ্ঠানের ৬টি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় দুই প্রতিষ্ঠানকে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

প্রতিষ্ঠান দুটি হচ্ছে ট্রেডিং কোং ও সোনালি ট্রেডার্স। এ সময় প্রতিষ্ঠান দুটির মালিক দাবি করেন, রানিং ব্যবসার প্রয়োজনে তেল মজুত করা হয়েছে। দাম বৃদ্ধির জন্য করা হয়নি। বর্তমানে লোকসান দিয়ে পামওয়েল বিক্রি করতে হচ্ছে।

               

সর্বশেষ নিউজ