২৬, এপ্রিল, ২০২৪, শুক্রবার
     

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় হঠাৎ শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি

ফারুক হোসেন, রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে। ২১ ফেব্রুয়ারী (সোমবার) বিকেল সাড়ে চারটার পর থেকে জেলার রুহিয়া, রাজাগাঁও সেনুয়া বড়গাঁও সহ বিভিন্ন স্থানে শিলা বৃস্টি শুরু হয়। দমকা হাওয়া ও শিলা বৃস্টিতে গাছপালার মুকুলের ব্যপক ক্ষতি হয়েছে।

এ ছাড়াও আলু, গম, ভুট্টা, পিয়াজ, সরিষা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। চলমান শিলা বৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।

ঠাকুরগাঁও সদরের রুহিয়া, ভুল্লি, ঢোলারহাটসহ বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হাওয়া শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষকেরা।

রুহিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার জানান প্রত্যক্ষ জরিপ করে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারিত করে কৃষকদের তালিকা তৈরি করে উপজেলায় প্রেরণ করা হবে।

               

সর্বশেষ নিউজ