২৭, এপ্রিল, ২০২৪, শনিবার
     

মন চাইছে আত্মহত্যা করি: মোস্তাফা জব্বার

‘মন চাইছে আত্মহত্যা করি’, ফেসবুকে লিখলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া মন্ত্রীর সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩৯ মিনিটে ফেসবুকে স্ট্যাটাসটি দেন মন্ত্রী মোস্তাফা জব্বার।

সেখানে ব্যাংকে চেক ভাঙানোর বিষয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

তিনি লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

তার ওই স্ট্যাটাসের পর পর নেটিজেনরা বিষয়টির সুরাহা চেয়েছেন। সর্বত্র বাংলা ব্যবহারের পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ।

কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে স্ট্যাটাসটি দেনটি জানিয়ে এক গণমাধ্যমকে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ভাষার মর্যাদা রক্ষায় স্ট্যাটাসটি দিয়েছি। বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

ঘটনার প্রসঙ্গে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমি চেকে বরাবরই মাসের নাম বাংলায় লিখি। মতিঝিলের প্রিন্সিপাল শাখায় এ নিয়ে কোনো সমস্যা হয়নি। এবারের চেকেও আমি তারিখটি লিখেছি ‘০২ ডিসেম্বর, ২০২১’। এটি ছিল বেয়ারার চেক। যাকে চেকটি দিয়েছি, তিনি ব্যাংকটির এলিফ্যান্ট রোড শাখায় জমা দিতে গিয়ে প্রথমে ব্যর্থ হন। মাসের নাম বাংলায় লেখার চেকটি ফেরত দিয়েছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। তিনি বাসায় ফিরে আমাকে বিষয়টি অবহিত করেন। পরে আমি যোগাযোগ করায় চেকটি অনার হয়।’

               

সর্বশেষ নিউজ