২৩, ডিসেম্বর, ২০২৪, সোমবার
     

যত বেশি পুরুষদের দেখি, তত বেশি কুকুরকে ভালোবেসে ফেলি: শ্রীলেখা

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একটি কুকুর রয়েছে নামতার আদর। তাকে নিজের সন্তানের মতোই আদর-যত্নে রাখেন তিনি। শুক্রবার (১০ জুন) ফেসবুকে ওই কুকুরের সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা। সেটার ক্যাপশনে লিখেছেন, ‘যত বেশি পুরুষদের দেখি, তত বেশি কুকুরকে ভালোবেসে ফেলি।’

এমন লেখার নেপথ্যে কারণ হিসেবে শ্রীলেখা মিত্র বলেন, আমি যে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারীও আছেন, যাঁরা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’ এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার কুকুর অনেক ভাল।

উল্লেখ্য, যে কোনও বিষয়ে নিজের মতামত বরাবরই জোর গলায় বলে এসেছেন অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত শ্রীলেখা। কিছু দিন আগে আদিত্যবিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি ‘ছাদ’ নামের একটি ছবিও পরিচালনা করেছেন শ্রীলেখা। সূত্র: আনন্দবাজার।

               

সর্বশেষ নিউজ