১৮, নভেম্বর, ২০২৪, সোমবার
     

খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের এঁর ৯২ তম জন্মবাষির্কী উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ পার্বত্য খাগড়াছড়ি জেলায় দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবাষির্কী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ।

সোমবার (০৮ আগস্ট ২০২২ইং) সকালের দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন দলীয় নেতাকর্মীরা মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:মনির হোসেন, যুগ্ম সম্পাদক ত্রডভোকেট আশুতোষ চাকমা ও , সদর উপজেলা চেয়ারম্যান হাজী মো:শানে আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক বিলকিছ বেগম,সদর উপজেলা আওয়ামী সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন,বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ও সহযোদ্ধা। বঙ্গমাতা বেগম মুজিব বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন। দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহান স্বাধীনতা অর্জনে এই মহীয়সী নারীর রয়েছে গৌরাবজ্জ্বল ভূমিকা।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের উদ্যোগে এতিম শিশু ও দুঃস্হ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

               

সর্বশেষ নিউজ