মোঃআব্দুস সাওার,দিনাজপুর প্রতিনিধি :পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ রয়েছে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।আগামীকাল ১০ আগষ্ট বুধবার থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে বলে।
হিলি পোর্ট এর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, সরকারি ছুটি থাকায় বন্দরের ভেতরের পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টর ওসি বদিউজ্জামান বলেন, দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।