১৮, নভেম্বর, ২০২৪, সোমবার
     

শ্রীনগরে অটো চালকের আত্মহত্যা

মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ইঁদুর মারার ওষুধ খেয়ে আবুল হোসেন (২৪) নামে ঋণগ্রস্ত এক অটোরিক্সা চালক আত্মহত্যা করেছে। সে উপজেলার হাঁসাড়া গ্রামের মৃত বাবুল হোসেন মোড়লের পুত্র। আবুল হোসেন এক পুত্র সন্তানের (চার মাস) জনক।
এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে স্থানীয় বাজার থেকে ইদুর মারার ওষুধ কিনে খেয়ে আবুল হোসেন বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আবুল হোসেনকে ঢাকায় রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

আবুলের চাচা আওলাদ হোসেন মোড়ল জানান, ১৫/১৬ দিন আগে আবুলের অটোরিক্সাটি চুরি হয়ে যায়। এতে সে কর্মহীন হয়ে মানসিকভাবে ভেঙ্গে পরে। এর আগেও তার আরেকটি অটোরিক্সা চুরির ঘটনা ঘটে। একদিকে ধারদেনার টাকা পরিশোধ অপরদিকে সংসারের খরচ যোগানো নিয়ে আবুল হতাশায় দিশেহারা হয়ে উঠেছিল। পরিবারের লোকজন ধারনা করছেন এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলেছে।

               

সর্বশেষ নিউজ