শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার সদর উপজেলার চন্দ্রপুর ও মাহামুদ পুর ইউনিয়নের বিভিন্ন খাল ও পুকুরের মধ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বছরের পর বছর চলছে। এর ফলে বসতবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ধসে যাচ্ছে এবং হুমকির মুখে পড়ছে পরিবেশ। স্থানীয় বালু দস্যু সোহাগ তার প্রযুক্তিতে একের পর একটি করে চারটি ড্রেজার দিয়ে গ্রামাঞ্চলের খাল, বিল ও পুকুর থেকে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করছেন,জার ফলে প্রতিদিন আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বছরের পর বছর অবৈধ কাজটি করলেও চন্দ্রপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রশাসনের নাকের ডগায় কাজটি করলেও প্রশাসনের কোনো ভূমিকা নেই।এছাও এলাকাবাসী বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও তা কোনো কাজে আসছে না বলেও অভিযোগ রয়েছে। এলাকার বাসীর মতে একজন বালু দস্যু সোহাগের সাথে তাহলেকি প্রশাসন পারছেনা।
মঙ্গলবার মাহামুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড,গ্রাম হবিপুর,সাবেক চেয়ারম্যান শাহালম মুন্সির বাড়ির পিছনে ফসলি জমি থেকে বালু উত্তলন করছেন,বালু দস্যু সোহাগ। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে রাস্তা ঘাট আর ক্ষতি গ্রস্থ হচ্ছেন ফসলি জমির মালিকরা,মেসিং এর বিকট শব্দে দিশেহারা এস্থানী সাধারণ মানুষ।
সম্প্রতি সোহাগের ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে মাহামুদপুর ও চন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক ও বতসবাড়ি দেবে যাওয়ার বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মন্দীব ঘড়াইকে বিষটি জানালে তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া কথা জানান।