বলিউড অভিনেতা শাহরুখ খান
ওয়াই-প্লাস নিরাপত্তায় শাহরুখ খান সার্বক্ষণিক ছয়জন সশস্ত্র দেহরক্ষী পাবেন। পাশাপাশি শাহরুখের বাসভবন মান্নাত পাহারা দেবেন পাঁচজন সশস্ত্র পুলিশ।
একাধিক ‘হত্যার হুমকি’ পাওয়ার পর বলিউড অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা বাড়িয়ে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার সোমবারের প্রতিবেদনে বলা হয়, শাহরুখের দুটি সিনেমা ‘পাঠান’ ও সম্প্রতি ‘জওয়ান’ মুক্তির পর অজানা কিছু ব্যক্তির কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। শাহরুখ খানের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারের কাছে দেয়া একটি চিঠিতে এ বিষয়ে জানানো হয়।
ওয়াই-প্লাস নিরাপত্তায় শাহরুখ খান সার্বক্ষণিক ছয়জন সশস্ত্র দেহরক্ষী পাবেন। পাশাপাশি শাহরুখের বাসভবন মান্নাত পাহারা দেবেন পাঁচজন সশস্ত্র পুলিশ।
শাহরুখ ছাড়াও অভিনেতা সালমান খানও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর থেকে ওয়াই-প্লাস নিরাপত্তা পাচ্ছেন।
এর আগে শাহরুখের জন্য দুইজন পুলিশ কনস্টেবল তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
শাহরুখের সম্প্রতি জওয়ান সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটিরও বেশি আয় করেছে। অ্যাটলি পরিচালিত সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায়।