২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে আওয়ামী লীগ নেতার ইন্তেকাল

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)। গত শুক্রবার রাতে তিনি ভাগ্যকুলের মধ্য কামারগাঁও নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবুল হোসেন ওই গ্রামের বিশাই হাওলাদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ যোহুর স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম একুল খান, সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় কবরস্থানে মরহুম আবুল হোসেনের লাশ দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করা হয়।

               

সর্বশেষ নিউজ