২০, মে, ২০২৪, সোমবার
     

চব্বিশ ঘণ্টায় আরও ১৪৬ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি

দেশে দিন দিন করোনাভাইরাস সংক্রমণ কমলেও আরেক ভাইরাস রোগ ডেঙ্গির প্রকোপ বাড়ছে।

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৪৬ জন ডেঙ্গিরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮১ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হন ২২ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৭৫৬ জন ডেঙ্গিরোগী ভর্তি রয়েছেন।

তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গিরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি জ্বরে মারা গেছেন ৯১ জন।

               

সর্বশেষ নিউজ