১৭, মে, ২০২৪, শুক্রবার
     

পুরনো পার্লামেন্ট ভবনে আগুন দিল বিক্ষোভকারীরা

আদিবাসীদের সার্বভৌমত্বের দাবিতে অস্ট্রেলিয়ার পুরনো পার্লামেন্ট ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী ক্যানবেরায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুরোনো পার্লামেন্ট ভবনের প্রবেশ দরজার সামনের ওই আগুনে কেউ আহত হননি। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা হয় বলে বিবিসি জানিয়েছে।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা ঘটনাস্থলে একতরফা ভাবেই প্রতিবাদ জানাচ্ছিলেন।

কয়েকজন বিক্ষোভকারী নিজেদের সরকার বিরোধী এবং ‘সার্বভৌম নাগরিক’ বলে দাবি করেন বলে পর্যবেক্ষকরা জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, অস্ট্রেলিয়া এভাবে চলে না। দেশের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ওই ভবনে যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাতে মরিসন বিরক্ত ও আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবারের ওই অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই ওই ঐতিহ্যবাহী ভবনটির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় এ ধরনের প্রতিবাদের ঘটনা সাধারণত বিরল। তবে করোনা মহামারি চলাকালে দেশটিতে প্রায়ই বিক্ষোভের ঘটনা ঘটায় বিষয়টি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

               

সর্বশেষ নিউজ