১৯, মে, ২০২৪, রোববার
     

মানুষ যা পরিধান করে তাই হিজাব : আরশাদ মাদানী

মানুষ যা পরিধান করে তাই হিজাব (পর্দা), এটি শুধু ধর্মীয় বিষয় নয়; বরং যার মধ্যে যতটুকু লজ্জা তার ততটুকু হিজাব প্রয়োজন বলে মন্তব্য করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ‘হিজাব নিয়ে অনেক কথাবার্তা চলছে আপনার মতামত কী’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাসূল সা:-এর বংশধর মাওলানা মাদানী বলেন, হিজাব তো পুরুষ-মহিলা সবাই করে। আপনি প্যান্ট-শার্ট পরেছেন, আমিও পরেছি। যার যা ইচ্ছা সে তাই পরিধান করে, এটাই তো হিজাব। যারা ধর্ম মানেন না তারাও তো পোশাক পরেন। এটি শুধু ধর্মীয় বিষয় নয়।

‘হিজাবের প্রয়োজন কতটুকু’ এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদিও ধর্ম হিজাব করতে বলে, তবে মানুষ হিসেবে যাদের লজ্জা-শরম আছে সবাই হিজাব করেন। যার মধ্যে লজ্জা-শরম যতটুকু তার জন্য হিজাবেরও প্রয়োজন ততটুকু। আর যে যতটুকু নির্লজ্জ, তার জন্য হিজাব ততটুকু নিষ্প্রয়োজন।

               

সর্বশেষ নিউজ