১৯, মে, ২০২৪, রোববার
     

সেনাবাহিনীর পরিধি কত বড় হবে জানাল তালেবান

ইসলামিক আমিরাত আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, প্রাথমিকভাবে ১ লাখ ১০ হাজার সদস্যের সেনাবাহিনী গঠন করবেন তারা। প্রয়োজন হলে এ সংখ্যা বাড়ানো হবে।

আফগানিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম টিভি-আরটিএর সঙ্গে মোল্লা ইয়াকুব আরো জানান, তারা ১০ হাজার সদস্যকে এখন পর্যন্ত পূর্ণ প্রশিক্ষণ দিয়েছেন। আরো ৮০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, ক্ষমতা দখলের পর সামরিক হেলিকপ্টার, যুদ্ধ বিমান ও কয়েক হাজার ভারী যান পুনরায় সচল করেছেন তারা।

সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীতে অফিসার বা কমান্ডার হিসেবে সাবেক সেনা কর্মকর্তারা থাকছেন বলে জানিয়েছেন মোল্লা ইয়াকুব।

এদিকে খবর বের হয়েছে আফগানিস্তানের সামরিক সরঞ্জাম পাকিস্তানে পাচার করা হচ্ছে। এমন অভিযোগ অস্বীকার করে আফগান প্রতিরক্ষামন্ত্রী জানান, সকল সামরিক সরঞ্জাম অক্ষতই আছে। এমনকি সীমান্তে তারা নজরদারি বাড়িয়েছেন যেন আফগানিস্তান থেকে কোনো কিছু কেউ বাইরে না নিতে পারে।

তাছাড়া শোনা যাচ্ছে আসছে গ্রীষ্মে আইএসআইএস-খোরাসানের সদস্যরা তালেবানের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে মোল্লা ইয়াকুব বলেন, গ্রীষ্মে তালেবানের বিরুদ্ধে যে যুদ্ধের কথা শোনা যাচ্ছে তা ভিত্তিহীন। কেউ আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।

সূত্র: দ্য খামা প্রেস

               

সর্বশেষ নিউজ