১৯, মে, ২০২৪, রোববার
     

কয়েক দিনের মধ্যে হামলা চালাবে রাশিয়া, ধারণা বাইডেনের

ইউক্রেন নিয়ে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই একে অপরের দিকে কথার বান ছুঁড়ছেন।

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন রাশিয়া নিয়ে নতুন তথ্য জানালেন। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, আমার ধারণা আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়া ইউক্রেনে হামলা করবে।

স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের তার আশঙ্কা জানানোর পাশাপাশি বলেন, এই ধারণা করার যথেষ্ট কারণ রয়েছে। রাশিয়া সাজানো অভিযানে নিয়োজিত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছে যেসব তথ্য রয়েছে তার সবগুলো বলছে— তারা (রাশিয়া) ইউক্রেনে আক্রমণের জন্য প্রস্তুত। আর এটা ঘটবে আগামী কয়েক দিনের মধ্যে।

রাশিয়ার পাঠানো জবাব তিনি পড়েননি বলেও মন্তব্য করেন।

বাইডেন উল্লেখ করেন, অ্যান্টনি ব্লিনকেন বৃহস্পতিবার জাতিসংঘে যাবেন। সেখানে তিনি কূটনীতিকভাবে সমাধানের পথে এগোবেন। এ সময় তিনি বলেন, পথ খোলা রয়েছে। তবে পুতিনকে ফোন করার কোনো পরিকল্পনা তার নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমুদ্রেযোগে ওহিও রাজ্যে যাওয়ার আগে সাংবাদিকদের বাইডেন এসব কথা বলেন।

সূত্র: সিএনএন

               

সর্বশেষ নিউজ