১৯, মে, ২০২৪, রোববার
     

তিনটি ‘মিথ্যা’ অভিযোগে ইউক্রেনে হামলা করবে রাশিয়া, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য বাহানা খুঁজছে বলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের দাবি করেছে রাশিয়া।

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরিই বলেছিলেন, ডনবাসে গণহত্যা চলছে।

আর এই দাবিগুলোর ওপর ভিত্তি করে রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেন, গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কর্মকর্তা ও গণমাধ্যমগুলো গল্প বানাচ্ছে। এগুলোর একটিকে ভিত্তি বানিয়ে ইউক্রেনে হামলা করবে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ডনবাসে গণহত্যা, গণকবর ও ডনবাসের নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

নেড প্রাইস জানিয়েছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

তাছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও দাবি করেছেন রাশিয়ার এসব অভিযোগ নিছকই অজুহাত।

জেন সাকি এ ব্যাপারে বলেন, আমরা এমন পরিস্থিতিতে আছি রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে। আর তারা এটি করবে ভিত্তিহীন অজুহাতের মাধ্যমে।

সূত্র: রয়টার্স, ফ্রান্স ২৪

               

সর্বশেষ নিউজ