১৯, মে, ২০২৪, রোববার
     

‘ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার’

রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া এমনভাবে আক্রমণ শুরু করতে চাইছে যেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘিরে ফেলা যায়।

তিনি আরও বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। সেই বিষয়টিও বিবেচনায় রাখা উচিত।

জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে জনসন এ কথা বলেন।

এ সময় জনসন আরও বলেন, ১৯৪৫ সালের ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেছে রাশিয়া। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও মিলেছে বলে জানান তিনি।

এদিকে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিনদিকে রাশিয়া ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশে, যেকোনো দিন যেকোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে।

               

সর্বশেষ নিউজ