১৯, মে, ২০২৪, রোববার
     

বিমানের সঙ্গে পাখির ধাক্কা, ইঞ্জিন বিকল

সিলেট থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তা উড্ডয়ন করতে পারেনি। এতে ওসমানী বিমানবন্দরে আটকা পড়ে আছেন ফ্লাইটটির ২৬৫ যাত্রী।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় ওসমানী বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০১ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড্ডয়নের ঠিক আগে এটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে জানতে পারেন, উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লেগেছে। এ কারণে ইঞ্জিন কাজ না করায় বিমানবন্দরেই আটকে আছে এটি।

সবশেষ রোববার রাত ৮টা পর্যন্ত ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দরেই আছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ওই ফ্লাইটের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রায় ১২ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকা পড়ে আছি। কখন ফ্লাইটটি ছাড়বে এ ব্যাপারেও কেউ কিছু জানতে পারছে না। বাচ্চাকাচ্চা নিয়ে চরম দুর্ভোগে পড়েছি। বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে।’

এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ বলেন, ‘পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বিকল হওয়া ইঞ্জিন মেরামতের কাজ চলছে।’

তবে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘বিমানটি অবতরণের আগে কোথাও পাখির ধাক্কা লাগতে পারে।’

হা‌ফিজ আহমদ আরো বলেন, এ ঘটনার পরে রাতে বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি বাতিল ঘোষণা করেছে। অন্যদিকে হিথ্রো থেকে ফিরতি ফ্লাইটও বিলম্ব ঘোষণা করা হয়েছে। সিলেট থেকে বাতিল হওয়া ফ্লাইটটি সোমবার সকাল ১০টায় উড্ডয়ন করবে। যাত্রীদের মধ্যে যাঁরা বাড়িতে যেতে ইচ্ছুক, তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের হোটেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

               

সর্বশেষ নিউজ