১৮, মে, ২০২৪, শনিবার
     

‘বিচার চেয়েই কী হবে?’

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি (২২) নিহতের ঘটনায় কোনো মামলা করবে না তার পরিবার।

শুক্রবার দুপুরে নিহত প্রীতির বাবা মোহাম্মদ জামান উদ্দিন এ কথা বলেন।

অভিমানের সুরে তিনি বলেন, ‘আমার মেয়ের হত্যা ঘটনায় কোনো মামলা করব না। কার বিরুদ্ধে মামলা করব? আমরা সাধারণ পরিবারের ও নিরীহ মানুষ।

মেয়ে হত্যার বিচার চাইবেন না? প্রশ্নে জামান উদ্দিন বলেন, ‘বিচার চেয়েই বা কী হবে? আল্লাহ আছে একজন, তিনিই দেখবেন। এখন আমার মেয়েকে খিলগাঁও অথবা শাহজাহানপুর দুই জায়গার একটিতে আজকেই দাফন করব, তবে এখনও ওভাবে সিদ্ধান্ত নিইনি।’

রাজধানীর খিলগাঁওয়ে বান্ধবীর বাসায় আড্ডা দিয়ে শান্তিবাগে নিজ বাসায় ফিরছিলেন কলেজছাত্রী সুমাইয়া আফরিন প্রীতি। মাঝপথে বাবা জামান উদ্দিনের ফোন পান তিনি। জামান তার মেয়েকে জানান, বাসায় অতিথি আছে; সে যেন বান্ধবীর বাসাতেই ফিরে যায়।‘

বাবার কথায়, রিকশায় চড়ে বান্ধবীর বাসায় ফিরছিলেন প্রীতি। ইসলামিয়া হাসপাতালের সামনে এলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
এ সময় রিকশায় থাকা প্রীতিও গুলিবিদ্ধ হন।

তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। মুন্না ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় টিপুর পরিবার হত্যা মামলা করেছে ইতোমধ্যে। তবে প্রীতির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।

বৃহস্পতিবার রাতে মেয়ে প্রীতির ইসলামিয়া হাসপাতালের সামনে অবস্থানের বিষয়ে তার বাবা জামান উদ্দিন জানান, ‘প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল, তবে রেজাল্ট খারাপ হয়েছিল। খিলগাঁওয়ে তিনি তার বান্ধবীর বাসায় প্রায়ই যাতায়াত করত; আড্ডা দিত। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও আড্ডা দিয়ে বাসায় ফিরছিল প্রীতি। ’

জামান উদ্দিন বলেন, ‘বাসায় ফেরার পথে ফোন দিয়ে প্রীতিকে বললাম, ‘তোর মামা আসছে চিটাগং থেকে। আজকে বান্ধবীর বাসায় থাক, কালকে আসিস। আধা রাস্তা আসার পর আবার বান্ধবীর বাসায় যাওয়ার পথে ঘটনাটি ঘটে।’

               

সর্বশেষ নিউজ