১৯, মে, ২০২৪, রোববার
     

বর্ণিল আয়োজনে রুহিয়া থানা প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন

ফারুক হোসেন, রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের ঐতিহ্য ও গৌরবের ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

৩১ মার্চ (বৃহস্পতিবার) রুহিয়া ডাকবাংলো মাঠে বিভিন্ন কর্ম সূচীর মধ্য দিয়ে বর্নিল অয়োজনে রজতজয়ন্তী উদযাপন করা হয়।

প্রথম অধিবেশনে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কেটে ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী, প্রবীণ সাংবাদিকের সম্মাননা প্রদান করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের শিল্পী ও রুহিয়া সংগীত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাঃ আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। রুহিয়া থানা প্রেসক্লাবের গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, রুহিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মজিবর রহমান, গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বদরুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, গিন্নীদেবী আগরওয়াল মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীন সাংবাদিক আব্দুল মজিদ , রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা সাইফুল্লাহ, রুহিয়া থানা প্রেসক্লাবের সাবেক সভাপরি মরহুম মকবুল হোসেনের সহধর্মিণী রোখসানা হোসেন, রুহিয়া থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মোস্তাফিজুর রহমান দোলন, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

               

সর্বশেষ নিউজ