১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

কবি

কবি
আশরাফ ইকবাল

আমি অনেক বড় কবি
দেশের সবাই চিনে
নাম ফুটাই এটাই হবি
পুরস্কার সব কিনে।

বারবার মেডেল পাই
সবই সেটিং করা
পড়াশুনা কিছুই নাই
আড্ডায় লোক ভরা।

আমি হলাম সভাপতি
বিদেশেতে যাই
দেশে নাই কোন গতি
অন্যখানে পাই।

আসল কবি নকল কবি
চিনা বড় দায়
দেশটাতো কবি দিয়ে
ভরে গেছে হায়।

               

সর্বশেষ নিউজ