১৬, জুন, ২০২৪, রোববার
     

সিরাজদীখানে হাইব্রিড জাতের বোরো ধানের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদীখানে হাইব্রিড জাতের বোরো ধানের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে হাইব্রিড জাতের বোরো ধানের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শান্তনা রাণী,সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম।স্বাগত বক্তা ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল,সৈয়দ জাহিদ,রোমানুজ্জামান রুবেল,আবুল কালাম আজাদ,শহিদুল ইসলাম , অনামিকা রহমান, রাশেদুল ইসলাম,নিশা চৌধুরী, মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

               

সর্বশেষ নিউজ