১৯, মে, ২০২৪, রোববার
     

কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলছে রাশিয়া, দাবি সিটি কাউন্সিল অফিসের

মারিউপোলের সিটি কাউন্সিল জানিয়েছে, যুদ্ধে নিহত হওয়া সাধারণ ইউক্রেনীয়দের মরদেহ নিজ নিজ বাড়ির আঙিনায় সমাহিত করেছিল আত্মীয় স্বজনরা।

এখন সেই লাশগুলো তুলে ফেলছে রুশ সেনারা।

মারিউপোল সিটি কাউন্সিল টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে আরও দাবি করছে, নিজেদের হামলায় নিহত হওয়া মানুষদের নতুন করে আর কবরও দিতে দিচ্ছে না রুশ সেনারা।

কেউ যেন বাড়ির আঙিনায় আত্মীয়দের কবর দিতে না পারে এবং পুরনো কবরগুলো তুলে ফেলার বিষয়টি তদারকি করার জন্য আলাদা লোকের ব্যবস্থা করে রাশিয়া।

ইউক্রেনের পক্ষ থেকে গত কয়েক দিন ধরেই দাবি করা হচ্ছে মারিউপোলে ১৩টি ভাসমান চুল্লি নিয়ে এসেছে রাশিয়া।

এই চুল্লিগুলোতে মরদেহ পুড়িয়ে ফেলছে রাশিয়া।

ইউক্রেনের দাবি অনুযায়ী, মরদেহ পুড়িয়ে ফেলার কারণ হলো, তারা যে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে সেগুলো মুছে ফেলা।

এদিকে বন্দর নগরী মারিউপোল দখলের দ্বারপ্রান্তে আছে রাশিয়া। ইতিমধ্যে সেখানে থাকা অনেক ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। রাশিয়া যে কোনো সময় পুরো মারিউপোল দখলের ঘোষণা দিতে পারে।

তবে এই মারিউপোল দখল করতে ব্যপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। শহরটি বলতে গেলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ