১৮, মে, ২০২৪, শনিবার
     

১৯ বছরের এই তরুণের ছোঁয়ায় হিট ‘কেজিএফ ২’!

কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা হয়েও বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ‘কেজিএফ ২’। প্রথম দিনে ভারতে এ ছবির আয় ১৩৪ কোটি ৫০ লাখ রুপির মতো।

দ্বিতীয় দিনেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এ বাণিজ্যিক ঘরণার ছবি। ছবি দেখে হল থেকে বেরিয়েই বেশিরভাগ দর্শক এর এডিটিংয়ে প্রশংসা করছেন। যেখানে নায়ক রকিকে অদম্য ও দুর্ধ্বর্ষ ও ভিলেন আধিরাকে ভয়ঙ্কর রুপে উপস্থাপন করা হয়েছে।

গোলাগুলি ও বোমাবাজির প্রতিটি দৃশ্যই বাস্তবতাকে ছুঁয়ে গেছে। এসব অ্যাকশন দৃশ্যে বিফোরণ ও ছড়িয়ে পড়া আগুনে যে ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়ে তাও ফুটিয়ে তোলা হয়েছে দুর্দান্তভাবে।

এসবে কৃতিত্বের দাবি রাখে ‘কেজিএফ ২’ সিনেমার এডিটিং প্যানেল।

জানা গেছে, ‘কেজিএফ ২’ সিনেমার এডিটিং প্যানেলের অন্যতম সদস্য ১৯ বছর বয়সি এক তরুণ! শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই তরুণের ছোঁয়ায় সুপারহিট ‘কেজিএফ ২’!

ভারতীয় গণমাধ্যমের খবর, বিগ বাজেটের ওই ছবির নেপথ্যের কারিগর ওই তরুণের নাম উজ্জ্বল কুলকার্নি। কর্নাটকের গুলবর্গারের বাসিন্দা তিনি। মাত্র ১৯ বছর বয়সেই তিনি ‘কেজিএফ ২’র মতো সিনেমার চোখ ধাঁধানো এডিট করে মুগ্ধ করেছেন সবাইকে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এডিট করতেন উজ্জ্বল। তাছাড়া তুখোড় ফ্যান মেড ভিডিও বানাতেন তিনি। একদিন তার সেসব কাজ দেখে অভিভূত হন ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল। তিনি বুঝতে পারেন, এই ছেলের মেধা কাজে লাগাতে পারলে দুর্দান্ত কিছু হবে। সেই উপলব্ধি থেকে উজ্জ্বলকে নিজের দলে টেনে নেন। দায়িত্ব দেন ‘কেজিএফ ২’ সম্পাদনার।

প্রশান্ত যে বড় ঝুঁকি নিয়েছিলেন তা বলাবাহুল্য। তবে উজ্জ্বল কিন্তু পরিচালককে ছিঁটেফোঁটাও নিরাশ করেননি। বরং তার দুর্দান্ত কাজে এই মুহূর্তে মুগ্ধ গোটা ভারত।

চলচ্চিত্র বিশ্লেষকদের অনুমান, খুব শিগগিরই বিগ বাজেটের আরও বেশ কিছু ছবি সম্পাদনা করার অফার পাবেন উজ্জ্বল।
প্রসঙ্গত, ‘কেজিএফ’ এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি।

যশ ছাড়াও এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। সিনেমাটি নির্মাতা প্রশান্ত নীল।

               

সর্বশেষ নিউজ