১৮, মে, ২০২৪, শনিবার
     

ভারতে সেরা ১০ সিনেমার তালিকায় বলিউডের মাত্র ২টি

ভারতে এখন দক্ষিণী সিনেমার জয় জয়কার। বলিউডের সিনেমাগুলো পাত্তাই পাচ্ছে না স্যান্ডালউডের (কন্নড় সিনেমার অন্য নাম) কাছে।

যেখানে বক্স অফিসে প্রথম দিনেই শত কোটি আয় করছে কন্নড় সিনেমাগুলো, সেখানে বলিউড সিনেমা পারছে না।

এর সর্বশেষ উদাহরণ – ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা হয়েও বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে ‘কেজিএফ ২’। প্রথম দিনে ভারতে এ ছবির আয় ১১৬ কোটি রুপি।

দ্বিতীয় দিনেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এ বাণিজ্যিক ঘরণার ছবি।

এর কদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘আরআরআর’ সিনেমা বক্স অফিস তোলপাড় করে দিয়ে যায়। ভারতে সকল ভাষা থেকে যার আয় ১৩৪ কোটি রুপি।

এর আগে বক্স অফিস তোলাপাড় করে রাজমৌলির বাহুবলীর দুটি পর্ব।

অবিশ্বাস্য হলেও সত্য যে, বক্স অফিসে প্রথম দিনেই ধুন্দুমার ব্যবসা করা সেরা ১০ সিনেমার তালিকায় আটটি-ই প্যান-ইন্ডিয়ান।
মানে বলিউডের নয়।

সম্প্রতি মুক্তি পাওয়া থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমাও ভারতীয় শীর্ষ ১০ ওপেনারদের তালিকায় প্রবেশ করেছে।

তবে কোন দুটি বলিউড সিনেমা উদ্বোধনীতে রেকর্ড গড়ে চমকপ্রদ এন্ট্রি করেছে?

এ দুটি হলো আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’ এবং হৃতিক রোশন ও টাইগার শ্রফের ওয়ার’ ।

বাকি সব ছবি ভারতের দক্ষিণের।

এক নজরে ভারতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের সেরা ১০ সিনেমা –

আরআরআর – ১৩৪ কোটি রুপি
বাহুবলী টু: দ্য কনক্লুশন – ১২১ কোটি রুপি
কেজিএফ চ্যাপ্টার টু – ১১৬ কোটি রুপি
সাহো – ৮৮ কোটি রুপি
টু.০- ৬৩ কোটি রূপি
ওয়ার – ৫৩.৩৫ কোটি রুপি
সাই রা নরসিমহা রেড্ডি – ৫২.৫০ কোটি রুপি
থাগস অফ হিন্দুস্তান – ৫২.২৫ কোটি রুপি
বিস্ট – ৪৯.৩০ কোটি রুপি
রাধে শ্যাম – ৪৬ কোটি রুপি

               

সর্বশেষ নিউজ