১৯, মে, ২০২৪, রোববার
     

রাশিয়ার সেই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি ইউক্রেন

ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য বুধবার গ্রিনিচ মান সময় সকাল ১১টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। তবে এখনো পর্যন্ত কোনো ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণের ইঙ্গিত পাওয়া যায়নি বলে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইউক্রেনীয় সেনারা অবরুদ্ধ করে রাখলেও এখনো মারিউপোল শহরের পতন হয়নি বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনীয় সেনারা এখন এক বিশাল ইস্পাত কারখানার ভেতর কোণঠাসা হয়ে আছে। সেখানে তাদের সঙ্গে এক হাজারের মতো বেসামরিক নাগরিকও রয়েছে বলে মনে করা হচ্ছে।

সেখানে ইউক্রেনীয় বাহিনীর অধিনায়ক জানিয়েছেন, তারা আর মাত্র কয়েকদিন বা কয়েক ঘণ্টা হয়তো টিকে থাকতে পারবেন।

এ ব্যাপারে ইউক্রেনের সরকার জানিয়েছেন, মারিউপোল থেকে বেসামরিক মানুষদের উদ্ধারে রাশিয়ার সঙ্গে একটা সমঝোতা হয়েছে।

নারী, শিশু এবং বয়স্ক মানুষদেরকে এই সমঝোতার আওতায় শহর ছেড়ে যেতে দেওয়া হবে বলে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক ফেসবুক পোস্টে লিখেছেন।

মারিউপোলের মেয়র ভাডিম বোইচেংকো জানিয়েছেন, বুধবার ৬,০০০ মানুষকে উদ্ধারের জন্য সেখানে ৯০টি বাস পাঠাবে ইউক্রেন। তিনি বলেন, প্রায় এক লাখ মানুষ এখনো শহরে আটকে আছে।

মারিউপোলে আজভস্টাল ইস্পাত কারখানা এলাকাটিই এখন ইউক্রেনীয় প্রতিরোধের সর্বশেষ ঘাঁটি। ওই কারখানার পতন ঘটলে পুরো মারিউপোল রুশদের হাতে চলে যাবে।

               

সর্বশেষ নিউজ