১৮, মে, ২০২৪, শনিবার
     

‘গোপনে’ ইমরানের সেই অধিবেশনে অংশ নিয়েছিলেন মরিয়ম নওয়াজ?

বুধবার রাতে পিটিআই আয়োজিত টুইটারের ভার্চুয়াল অধিবেশনে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারের নতুন ফিচারে আয়োজন করা ইমরানের সেই অধিবেশনে দেওয়া বক্তব্য শুনতে একসঙ্গে অর্ধ মিলিয়ন মানুষ যুক্ত হন। খবর জিও নিউজের।

আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারালেও সাধারণ মানুষ যে তাকে এখনো পছন্দ করে এই রেকর্ড সংখ্যক মানুষের যোগদান যেন সেটাই প্রমাণ করেছে।

ইমরান খান কি বলেন। কি নির্দেশনা দেন এ নিয়ে বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তার সমর্থকরা।

তবে এবার খবর বের হয়েছে, ইমরান খানের সেই লাইভ অধিবেশনে গোপনে যোগ দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ।

দেশটির জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাসেম সুরি সবার প্রথমে এমন খবর জানান। তিনি একটি স্ক্রিনশট নিজের টুইটারে প্রকাশ করেন।

সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে যারা ইমরান খানের বক্তব্য শুনছিলেন সেই তালিকায় রয়েছে মরিয়ম নওয়াজের নাম।

তবে মরিয়মের ওই স্ক্রিনশটটিকে বানানো বলে অভিহিত করেছেন রাজনৈতিক সেক্রেটারি জিসান মালিক। জিও নিউজকেও তিনি জানিয়েছেন এটি বানানো। মরিয়ম টুইটারে ইমরান খানের লাইভ অধিবেশনে যোগ দেননি।

এদিকে টুইটারের ওই নতুন ফিচারে লাইভ অডিওতে অংশ নেওয়া যায়। ইমরানের সাবেক ফোকাল পারসন ডক্টর আরসালান খালিদ, জিবরান ইলিয়াস এবং মইজ উর রহমান আয়োজিত এই অধিবেশনে সারা বিশ্ব থেকে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ যোগ দেন।

সূত্র: জিও নিউজ

               

সর্বশেষ নিউজ