১৯, মে, ২০২৪, রোববার
     

আজভস্টালে টহল দিচ্ছেন চেচেন সেনারা

মারিউপোলের বেশিরভাগ অংশ এখন রুশ বাহিনীর দখলে। শুধুমাত্র এখন বন্দরের কাছে অবস্থিত দৈত্যকার আজভস্টাল স্টিল প্লান্টের দখল নিজেদের কব্জায় রাখতে পেরেছে ইউক্রেনীয় বাহিনী।

তবে এ আজভস্টালের কাছেও পৌঁছে গেছে রুশ বাহিনী।

সংবাদ সংস্থা রয়টার্স বৃহস্পতিবার আজভস্টালের খুব কাছ থেকে বেশ কয়েকটি ছবি তুলে এনেছে।

সেই ছবিতে ধরা পড়েছে আজভস্টালের আশপাশে টহল দিচ্ছে চেচেন নেতা রমজান কাদিরভের আস্থাভাজন বাহিনী চেচেন স্পেশাল ফোর্স।

একটি ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ার নিম্নকক্ষের সদস্য আদম দেলিমখানোভকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে চেচেন স্পেশাল ফোর্সের সদস্যরা।তারা আজভস্টালের পাশে হাঁটহাটি করছেন।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন মারিউপোল এখন তাদের দখলে। রুশ বাহিনী মারিউপোলকে স্বাধীন করেছে। তিনি ওই সময় জানান আজভস্টালে অল্প কিছু সংখ্যক ইউক্রেনীয় সেনা আছেন।

প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগুকে বলেন, আজভস্টালে যেন আপাতত কোনো সামরিক অভিযান না চালানো হয়। তিনি অভিযানের বদলে ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ করার নির্দেশ দেন।

পুতিন এমন সময় এমন নির্দেশ দেন যখন শোনা যাচ্ছিল, আজভস্টালে হামলা করার জন্য বাইরে অপেক্ষা করছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এবং চেচেন যোদ্ধারা।

সূত্র: বিবিসি, রয়টার্স

               

সর্বশেষ নিউজ