১৯, মে, ২০২৪, রোববার
     

এবার গ্যাস পাইপলাইনে রাশিয়ার রকেট হামলা

রাশিয়ার ছোড়া রকেট ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি গ্রামের উপকণ্ঠে একটি গ্যাস পাইপলাইনে আঘাত হেনেছে বলে সেখানকার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো শনিবার জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রেজনিচেঙ্কো টেলিগ্রামে বলেন, আমাদের দিনিপার জেলায় একটি ‘হামলা’ হয়েছে। রকেটটি একটি গ্রামের উপকণ্ঠে আঘাত হানে। এর ফলে ভূপৃষ্টের ৪ মিটর গভীরে গর্ত তৈরি হয়। ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপলাইন। বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন রেজনিচেঙ্কো।

তিনি আরও বলেন, দখলদাররা ‘কৌশলগত’ লক্ষ্যবস্তুকে টার্গেট করে চলেছে।

               

সর্বশেষ নিউজ