১৯, মে, ২০২৪, রোববার
     

সেই স্টিল কারখানাটি কেন এত গুরুত্বপূর্ণ?

ইউক্রেন যুদ্ধের যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো আজভস্টাল।

মারিউপোল শহরের বন্দরের কাছে অবস্থিত এই স্টিল কারখানাটিই এখনো নিজেদের দখলে রেখেছে ইউক্রেনীয় সেনারা। বলতে গেলে তারা কারখানাটি আঁকড়ে ধরে রেখেছে।

অন্যদিকে রুশ বাহিনী এটি ঘিরে রেখেছে। তারাও আজভস্টাল স্টিল কারখানাটি ছাড়তে চায় না।

সেখানে আশ্রয় নেওয়া ইউক্রেনীয় বাহিনীকে রুশ সেনারা বার বার আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে। আত্মসমর্পণ না করলে সেখানে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনাও করছে রাশিয়া।

এই আজভস্টাল স্টিল কারখানাটি কেন এতো গুরুত্বপূর্ণ? কি আছে এতে? যার কারণে দুইপক্ষের কেউই এটিতে একটুও ছাড় দিচ্ছে না।

আজভস্টাল কেন গুরুত্বপূর্ণ এর কয়েকটি কারণ জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রথম কারণ হলো আজভস্টাল হলো ইউরোপের অন্যতম সর্ববৃহৎ স্টিল কারখানা।

দ্বিতীয় কারণ হলো এটি ১০ স্কয়ার কিলোমিটার বিস্তৃত একটি কারখানা। এর মধ্যে অনেক বাণিজ্যিক স্থাপনা আছে।

তৃতীয় কারণ হলো এই কারখানার মাটির নিচে আছে অসংখ্য রুম ও গোপন টানেল।

চতুর্থ কারণ হলো এই আজভস্টালের বোমা আশ্রয়কেন্দ্রের নিচে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন।

আর পঞ্চম কারণ হলো আজভস্টাল একটি শহরের ভেতর আরেকটি শহর। এটি রাশিয়া দখল করতে পারলে তারা অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারবে।

বিবিসিই তাদের একটি বিশ্লেষণে জানিয়েছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আজভস্টালে হামলা চালানো বন্ধ করার নির্দেশ দেওয়ার অন্যতম কারণ ছিল অর্থনৈতিক। তিনি চান না যুদ্ধে এটি ধ্বংস হয়ে যাক।

সূত্র: বিবিসি

               

সর্বশেষ নিউজ