২৭, জুলাই, ২০২৪, শনিবার
     

উত্তর কোরিয়াজুড়ে কঠোর লকডাউন

উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইংয়ে ওমিক্রন ধরনের প্রাদুর্ভাবের কথা জানিয়েছে।

তবে কতজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তা বলা হয়নি।

কেসিএনএ বলছে, এটি ছিল ‘সবচেয়ে বড় জরুরি ঘটনা’ এবং নেতা কিম জং উন কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে জরুরি বৈঠক করেছেন।

তবে পর্যবেক্ষকদের ধারণা, দেশটিতে এ ভাইরাসের অস্তিত্ব দীর্ঘদিন ধরে রয়েছে।

               

সর্বশেষ নিউজ