১৯, মে, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে ৩০টাকা কেজি চাউল বিক্রির উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ শ্লোগানে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত সারাদেশে ওএমএস খাতে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের বকুলতলা ও সিরাজদিখান বাজারে ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রয় শুরু হয়। বকুলতা মৃধা ট্রেডার্সে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস খাতে প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়। টিসিবি কার্ডধারীরা ১৫ দিন অন্তর ৫ কেজি করে, মাসে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। সাধারণগন মাসে ৫ কেজির বেশি চাল ক্রয় করতে পারবেন না। সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ৫দিন বিতরণ কার্যক্রম চলবে। সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর এই তিন মাস বিক্রি করা হবে।

               

সর্বশেষ নিউজ