১৯, মে, ২০২৪, রোববার
     

খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে রায়ট ড্রিল অনুশীলন ও ব্রিফিং

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে অবৈধ সমাবেশ জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্য শক্তি প্রয়োগের যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্তে বিশেষ বিফ্রিং প্রদান করেন পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে
খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক অবৈধ সমাবেশ/জনতা নিয়ন্ত্রণ, ছত্রভঙ্গ করার কৌশল, নিয়মাবলি এবং CrPC ও PRB নির্দেশনা অনুযায়ী অবৈধ সমাবেশ/উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ/ছত্রভঙ্গের জন্য বল প্রয়োগের (Application of Force) নিয়মাবলী সংক্রান্তে ব্রিফিং ও অনুশীলন অনুষ্ঠিত হয়।

এসময় রায়ট ড্রিলের বিভিন্ন ধাপসমূহ সম্পর্কে এবং অবৈধ সমাবেশ/উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণে করণীয় ও বর্জনীয় সম্পর্কে ব্রিফ করেন খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ নাঈমুল হক পিপিএম। ব্রিফিং শেষে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের রায়ট ড্রিল অনুশীলন সরেজমিনে পরিদর্শন করে দেখেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম বলেন,পুলিশ বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশ বাহিনী জনসাধারণের জানমালের হেফাজত থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রকার আইন-শৃংখলার কাজে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি আরো বলেন অবৈধ সমাবেশ জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্য শক্তি প্রয়োগের যথাযথ নিয়ম অনুসরণ করে কৌশলগত ভাবে মানুষ এবং জানমালের ক্ষতি না করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য সকল পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কে এম এইচ এরশাদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিনিয়া চাকমা, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো:আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

               

সর্বশেষ নিউজ