১৯, মে, ২০২৪, রোববার
     

গুইমারায় অবরোধ শেষে গাড়িতে অগ্নিসংযোগ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ডাকা আধাবেলা সড়ক অবরোধ শেষে ইউপিডিএফ সমর্থিত কর্মীরা গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় মোটর সাইকেল জ্বালিয়ে দেয়।

রোববার (৪সেপ্টেম্বর ২০২২ইং) বিকাল ৫টার দিকে অবরোধ শেষ হবার পর গুইমারা উপজেলার বাইল্যাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয় ইউপিডিএফ(প্রসিত খীসা) কর্মীরা।

এ সময় ইউপিডিএফ কর্মীদের উপস্থিতিতে আশেপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মোটর সাইকেলের আগুন নেভায়। এ ঘটনায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার পর পরি ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক এস এম মন্জুর মোর্শেদ পিএসসি, মাটিরাঙ্গা সার্কেল সহকারি পুলিশ সুপার মো: মিজানুর রহমান। গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশীদ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আলী।

গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশীদ, জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাইল্যাছড়ি যৌথ খামার বুদং পাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

               

সর্বশেষ নিউজ