১৯, মে, ২০২৪, রোববার
     

গোপালগঞ্জের কালনা সেতু যান চলাচলের জন্য আগামী অক্টোবরে খুলে দেওয়া হবে।

কাজী ওহিদ- গোপালগঞ্জ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা পয়েন্টে মধুমতী নদীর উপর নির্মিত কালনা সেতুর যান চলাচলের জন্য আগামী অক্টোবরে খুলে দেয়া হবে। দেশে প্রথম ৬ লেনের কালনা সেতু। সেতুর নকশা খুব দৃষ্টিনন্দন। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থাৎ জাইকার অর্থায়নে এ সেতু নির্মাণ করা হচ্ছে। জাপানের টেককেন করপোরেশন ও ওয়াইবিসি এবং বাংলাদেশের আবদুল মোনেম লিমিটেড যৌথভাবে এ সেতুর ঠিকাদার। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা পয়েন্টে মধুমতী নদীর উপর এ সেতুর অবস্থান। সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা এবং পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া। দৃষ্টিনন্দন এ সেতু হতে যাচ্ছে দেশের প্রথম ছয় লেনের সেতু। এটি এশিয়ান হাইওয়ের অংশ। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রবেশদ্বার হবে এ সেতু। মধুমতি নদী পারাপারে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মানুষ অনেক ভোগান্তিতে শিকার হতে হয়েছে। পদ্মা সেতুর ন্যায় কালনা সেতুও এ অঞ্চলের মানুষের কাছে গুরুত্বপূর্ণ। এই সেতু চালু হলে নড়াইল, যশোর,খুলনা, সাতক্ষিরা এলাকার মানুষ দ্রুত ঢাকা পৌঁছাতে পারবে। দ্রুত সময়ের মধ্যে কালনা সেতু নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে এলাকার মানুষঅভিনন্দন জানিয়েছেন।

               

সর্বশেষ নিউজ