১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজদিখানে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জমান আরা, ওসি মো. মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার ১২৭ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।

               

সর্বশেষ নিউজ