৭, অক্টোবর, ২০২৪, সোমবার
     

বাগেরহাটের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

এস. এম সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :
বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে` এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান চিতলমারী থানায় আগমন উপলক্ষে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পর্যন্ত এ মতবিনিময় সভা হয়। সভায় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, Churches পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল ও মুফতি সাখাওয়াত হোসেন। সভায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা হয়।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ বিভিন্ন মসজিদের ইমাম, পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

               

সর্বশেষ নিউজ