১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় তিন শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ অক্টোবর) এই দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে।

সুপারিনটেনডেন্ট ক্যাথ ব্র্যাডবেরি প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বলেন, এই বিমান দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছে। বিমানে থাকা তিন শিশু নিহত হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া সাইরাস এসআর২২ বিমানটি ক্যানবেরা থেকে উড্ডয়ন করেছিল। তিন কিলোমিটার যাওয়ার পর বিধ্বস্ত হয়। সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে এই ঘটনা ঘটেছে।

জরুরি সেবার প্রতিবেদন অনুসারে পুলিশ জানিয়েছে, একটি বিমান বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গে আগুনে ধরে যায়। দমকলকর্মীরা আগুন নিভিয়েছে। বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই।

               

সর্বশেষ নিউজ