১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

ইসরায়েলে হামাসের ১৫০০ যোদ্ধার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া হামাসের দেড় হাজার সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ড থেকে আমরা এ পর্যন্ত দেড় হাজার হামাস সদস্যের লাশ উদ্ধার করেছি।

গত শনিবার থেকে ইসরায়েল-হামাসের লড়াইয়ে ৯০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। একই সময়ে হামাসের হামলায় নিহত ১২৩ ইসরায়েলি সেনার তালিকা প্রকাশ করেছে আইডিএফ। এরমধ্যে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা লেবাননের উত্তর সীমান্তে গোলাগুলিতে নিহত হন।

আরও পড়ুন: গাজায় থামছে না বিমান হামলা, সীমান্ত শত্রুমুক্তের দাবি ইসরায়েলের
আরও পড়ুন: ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতায় আজকে এই পরিস্থিতি: মোসাদের সাবেক প্রধান

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের সীমান্তে এলাকা থেকে কয়েকজন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিককে গাজায় ধরে নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। ইসরায়েলি কারাগারে বন্দি হামাসের সদস্যদের মুক্তিপণ হিসেবে তাদের ছেড়ে দিতে পারে গোষ্ঠীটি। তবে অপহৃতদের কোনও ক্ষতি হলে মূল্য দিতে হবে বলে জানিয়েছে আইডিএফ।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সৌদি আরব: যুবরাজ সালমান

এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের ভাষ্যমতে, গাজায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় এখন পর্যন্ত ৭০০ ফিলিস্তিনির প্রাণ ঝরেছে। হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়বে।

               

সর্বশেষ নিউজ