১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী (শ্রীনগর-সিরাজদিখান) এলাকার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে ঘনসামপুর,পাউসার, শেখরনগর বাজার সহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। ১৩ অক্টোবর শনিরবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর এই গণসংযোগ করেন।

গণসংযোগকালে গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামূখী উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার জয়লাভ সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিরাজদীখান উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম, আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল মেম্বার, সহ সভাপতি আইয়ুব রতন, শেখরনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিজু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আলমগীর মেম্বার, খোকন মেম্বার,আওয়ামী লীগ নেতা রোকন, কলিন কন্ডকার, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মহি, ছাত্রলীগ নেতা ইসতিয়াক, ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি অপু খন্ডকার, বাড়ৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম তালুকদার ,বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা হাজী বাবুল হোসেন, মুন্সিগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন লিটন, শ্রীনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, শ্রীনগর উপজেলা ওলামালীগের লীগের সভাপতি আলিমুল শেখ, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল, আবু সাইদ মানু, আক্তার হোসেন, শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা মোয়াজ্জেম শেখ, মাহাবুব, রহমান, নাসির বাবু, সাবেক ছাত্রলীগ নেতা অমিত, পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইভান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

               

সর্বশেষ নিউজ