১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে উপজেলা বিএনপির প্রতিবাদ সভা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, বিক্রমপুরের গণমানুষের জনপ্রিয় জননেতা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ ভাইয়ের বিরুদ্ধে কতিপয় দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও ঔদাত্ত আচরণ এর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৫ অক্টোবর বিকাল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন মালিঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

উল্লেখ্য উপজেলা যুবদলের নবগঠিত কমিটি দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের পদ বঞ্চিত যুবদলের কিছু নেতাকর্মী গত ১২ ই অক্টোবর উপজেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।

               

সর্বশেষ নিউজ