১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদীখানে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সিরাজদীখানের কোলা ইউনিয়নে কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুর বাড়ীর আঙ্গিনায় গতকাল সোমবার সাকাল সাড়ে ৯টায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা তথ্য কেন্দ্র।

উপজেলা তথ্য আপা জারিন তাসনিমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজদীখান উপজেলা ইউএনও সাব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোলা ইউপি চেয়্যারম্যান সাইফুল ইসলাম মিন্টু,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলরাওশান ফেরদৌস ,সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল,সাংবাদিক সালাহ উদ্দন সালমান, ইউনিয়নের ইউপি সদস্যগণ।
উঠান বৈঠকে বক্তারা নারীর ক্ষমতায়ন ও সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন।

               

সর্বশেষ নিউজ