১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

শ্রীনগরে সোনার তরী বাসের পিছনে শ্যামলী পরিবহণের ধাক্কা, আহত ৫

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ডে সোনার তরী যাত্রী বাহী বাসের পিছনে শ্যামলী পরিবহণের বাসের ধাক্কায় ৫ জন যাত্রী আহত হয়েছে। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মিরপুরের রিপন (৪৩), হুমায়ুন (৩০), মহাখালীর নিজামুল হায়দার (৫০), বেনাপোলের জানু (৫৫) ও জাহানারা বেগম (৫০)। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহদেরকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের বেজগাঁও বাসস্ট্যান্ডে সোনার তরীকে (ঢাকা মেট্রো ব-১৩০৯৩০) পিছন থেকে শ্যামলী পরিবহণের যাত্রী বাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৩২০১৪) সজোরে ধাক্কা দেয়।
এতে ৫ জন যাত্রী আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, বাস দুটি আমার হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোহন মোড়ল

শ্র

               

সর্বশেষ নিউজ